বাঁচা-মরার লড়াইয়ে রাজস্থানের মুখোমুখি কেকেআর

SHARE

টানা ৫ ম্যাচে হার। কলকাতা নাইট রাইডার্সের অবস্থা মুম্বাই আর চেন্নাইয়ের চেয়ে কোনো অংশে কম নয়। এবারের আইপিএলের প্লে-অফের জন্য টিকে থাকতে হলে অবশ্যই আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে জিততে হবে।

আইপিএলের পয়েন্ট টেবিলে কেকেআরের অবস্থান এখন আট নম্বরে। ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে আজ কেকেআরের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই। আর হারলে প্লে-অফে যাওয়ার রাস্তা পুরোপুরি কঠিন হয়ে যাবে।

আইপিএল টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটানসের সঙ্গে ১০ পয়েন্টের পার্থক্য কলকাতা নাইট রাইডার্সের। সুতরাং, মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচ কেকেআরের।

প্রায় একমাস আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতেছিল কেকেআর। এরপর থেকে আর জয় নেই তাদের। টানা পাঁচটি হার। পরপর দিল্লি, হায়দরাবাদ, রাজস্থান, গুজরাটের কাছে হেরেছে নাইটরা। ব্যাটিং, বোলিং সব বিভাগেই ফ্লপ কেকেআর। কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না শ্রেয়াস আয়ারদের।

ওপেনিং জুটির ব্যর্থতা সবচেয়ে বেশি ভোগাচ্ছে কলকাতাকে। গত বছর দারুণ ছন্দে থাকলেও এবার চূড়ান্ত ব্যর্থ ভেঙ্কটেশ আয়ার। তার ব্যাটে রান নেই। তাই ওপেনিং নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ম্যানেজমেন্ট। গুজরাটের বিরুদ্ধে স্যাম বিলিংস এবং সুনিল নারিনকে ওপেন করতে দেখা যায়। রাজস্থানের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরানের পরের ম্যাচেই বাদ পড়েন অ্যারোন ফিঞ্চ। এ ধরনের সিদ্ধান্ত আরও বিপদে ফেলছে নাইটদের।

৯ ম্যাচ হয়ে গেলেও এখনও পর্যন্ত সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি কেকেআর। বিদেশি নিয়েও অতিরিক্ত পরীক্ষা-নীরিক্ষা চালানো হচ্ছে। এর ফলে একের পর এক পরাজয় বরণ করতে হচ্ছে তাদের।

তবে আজ রাজস্থানের বিরুদ্ধে নাইটদের চার বিদেশি রাসেল, নারিন, কামিন্স/সাউদি এবং ফিঞ্চ। জয়ে ফিরতে হলে জ্বলে উঠতেই হবে অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের অধিনায়ককে। শ্রেয়াস আয়ারের ফর্ম কেকেআরের চিন্তার বিষয়। আইপিএলের ঠিক আগে শ্রীলঙ্কা সফরে দারুণ ছন্দে ছিলেন; কিন্তু আইপিএলে ধারাবাহিকতার অভাব রয়েছে নাইট অধিনায়কের। যদিও আগের ম্যাচে রান পেয়ছেন। টানা হাফ ডজন পরাজয় এড়াতে আজও শ্রেয়াসের ব্যাটেও রান উঠতে হবে।

শেষ দুই ম্যাচে দলে পরিবর্তন আনা হয়েছে। সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং, বাবা ইন্দ্রজিৎরা। দলে টিকে থাকতে এদেরও বড় পরীক্ষার মুখে পড়তে হবে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও সমস্যায় নাইটরা।

গত আইপিএলের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী পুরোপুরি ব্যর্থ। শুরুটা ভাল করলেও ধারাবাহিকতার অভাব উমেশ যাদবের। যদিও শেষ ম্যাচে ৩ উইকেট পেয়েছেন ভারতীয় এই পেসার। দুর্ধর্ষ ফর্মে থাকা বাটলারের বিরুদ্ধে জ্বলে উঠতে হবে টিম সাউদিকে। নয়তো ওপেনিংয়ে নেমে একাই নাইটদের ধ্বংস করে দেবেন ইংল্যান্ডের ব্যাটার। ছন্দে রয়েছেন সাঞ্জু স্যামসন, হেটমায়াররা‌ও। সুতরাং, রাজস্থানের কঠিন চ্যালেঞ্জের সামনে কঠিন পরীক্ষা নাইটদের।