দশ জনের ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয়হীন বার্সা

SHARE

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে হোঁচট খেল বার্সেলোনা। বুন্দেসলিগার ক্লাব ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও ম্যাচ জেতা হয়নি কাতালানদের। এক পর্যায়ে ১০ জনের দলে পরিণত হওয়া দলের সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে ফ্রাঙ্কফুর্টে হওয়া ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। যদিও তৃতীয় মিনিটেই লিড পেতে পারত বার্সা। ফেরান তরেসের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ফ্রাঙ্কফুর্টের গোলরক্ষক কেভিন ট্র্যাপ।

দুই মিনিট পর ফিলিপ কস্টিকের দুরহ কোণ থেকে নেওয়া শট থামান বার্সা গোলরক্ষক আন্দ্রে টের-স্টেগান। পরের মিনিটে পোস্ট ফাঁকা পেয়েও গোল করতে পারেননি জিব্রিল সো। তাই লিড পায়নি ফ্রাঙ্কফুর্ট।

খেলার ১৭তম পিঁয়েরে এমরিক অবামেয়াংয়ের কোণাকুনি শট ডান পাশ ঘেঁষে বেরিয়ে যায়। ছয় মিনিট পর চোট নিয়ে মাঠ ছাড়েন জেরার্ড পিকে।

৩৮তম মিনিটে ডি বক্সের ভেতর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করেন সার্জিও বুস্কেটস। প্রথমে রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআরের সাহায্য নিয়ে পরে তা বাতিল করেন।

দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে কর্নার কিক থেকে আসা বলে সতীর্থের হেডে দেওয়া ব্যাক পাসে বল পেয়ে যান ফ্রাঙ্কফুর্টের আনসগার নাউফ। ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে দলকে লিড এনে দেন তিনি।

৬৬তম মিনিটে গোল শোধ করে বার্সেলোনা। ফ্রেঙ্কি ডি জংয়ের সঙ্গে বল ওয়ান টু ওয়ানে ডান পায়ে লক্ষ্যভেদ করেন ফেররান তরেস।

ম্যাচের ৭৮ মিনিটে পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন টুটা। ১০ জনের দলে পরিণত হয় ফ্রাঙ্কফুর্ট। সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। যদিও এই ড্রয়ের ফলে কাতালান ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকল।

আগামী বৃহস্পতিবার ন্যু ক্যাম্পে দুই দল দ্বিতীয় লেগে মুখোমুখি হবে।