এশিয়ার সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ: মজীনা

SHARE

image_81341_0বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, এশিয়ার মধ্যে সবচেয়ে অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ। যেভাবে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, তাতে দেশটির এশিয়ার অর্থনৈতিক সমৃদ্ধ হওয়াই উচিত।

সোমবার সকালে মাগুরায় সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকদরে সঙ্গে মত বিনিময় সভায় মজীনা এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের কাছে আমেরিকাকে তুলে ধরতে এবং এই দেশ সর্ম্পেকে জানতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ডা. সিরাজুল আকবর এমপি, জেলা প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দিন, বদরুল আলম হিরো, বিএনপির সভাপতি কবির মুরাদসহ অর্ধশত রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় মজীনা মাগুরার লিচু, কৃষি এবং দেশের প্রাকৃতিক গ্যাস ও কয়লা সম্পদসহ বিভিন্ন সম্ভাবনার দিক তুলে ধরে তার সরকারের প্রয়োজনীয় বিনিয়োগের আশ্বাস দেন।

পরে তিনি শহরের শত বছরের পুরানো ঐতিহ্যবাহী মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন এবং সংক্ষিপ্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

এ ছাড়া বিকেলে তিনি ঝিনাইদাহের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, পৌরসভা ও কমিউনিটি রেডিও ঝিনুক পরিদর্শন করবেন।