কঙ্গোয় স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১৫

SHARE

image_81340_0গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কিনসাসায় একটি ফুটবল ম্যাচে পদদলিত হয়ে নিহত হয়েছেন অন্তত ১৫ জন এবং আহত হয়েছেন আরো ২০ জন। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, কিনসাসার ফুটবল দল এএসভি ক্লাব দেশটির লুবুমবাসি অঞ্চলের দল টট পুসা মুজাম্বি দলের কাছে ০-১ গোলে হেরে গেলে স্থানীয় দর্শক উত্তেজিত হয়ে পড়ে। উত্তেজিত দর্শককে নিয়ন্ত্রণে আনতে জনাকীর্ণ স্টেডিয়ামটিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে তাড়াহুড়ো করে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় হতাহতের ঘটনা ঘটে।

কিনশাসার স্থানীয়মন্ত্রী ইমানুয়েল আকুয়েতি গণমাধ্যমকে বলেছেন, ম্যাচ শেষে উত্তেজিত সমর্থকরা চারজন পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনাটি ঘটে।

কঙ্গোয় জনসমাগম অনুষ্ঠানগুলোতে প্রায়ই পদদলনের ঘটনা ঘটে। গত মাসে জনপ্রিয় কঙ্গোলিজ গায়ক কিং ক্রেস্টার এমিনিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছিলেন।