মাঠে নামছে দিল্লি, অপেক্ষা ফুরাচ্ছে ফিজের

SHARE

আইপিএলে আজ মাঠে নামবে দুই তরুণ অধিনায়কের দল। একদিকে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে নতুন দল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। দুই দলই তাদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামছে তারা। এই ম্যাচে দিল্লির হয়ে প্রথমবারের মতোে একাদশে থাকতে পারেন বাংলাদেশি পেস তারকা মোস্তাফিজুর রহমান।

আইপিএলে অংশ নিতে গত ২৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে ভারতের বিমানে চড়েন মোস্তাফিজ। বিশ্বসেরা এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে দিল্লি। কোয়ারেন্টাইনের কারণে সেদিন খেলা হয়নি বাংলাদেশের তারকা পেসারের।

দিল্লির স্কোয়াডে বিদেশি পেসারদের মধ্যে মোস্তাফিজ ছাড়াও আছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। এরপরও আজ এই বাঁহাতির মাঠে নামার সম্ভাবনা বেশি। কারণ নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বিদেশি কোটায় কেবল টিম সেইফার্ট এবং রোভম্যান পাওয়েলকে খেলিয়েছে দিল্লি। তাই বিদেশি কোটায় তাদের আরও দুটি জায়গা খালি আছে।

একনজরে দিল্লির সম্ভাব্য একাদশ
পৃথ্বী শ, টিম সেইফার্ট, মানদ্বীপ সিং, রিশাভ পান্ট (উইকেটকিপার ও অধিনায়ক), রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, ললিত যাদব, আনরিখ নর্টজে, কুলদীপ যাদব ও মোস্তাফিজুর রহমান।