প্রথম দিনে ২৪০ কোটি রুপি আয় করল ‘ট্রিপল আর’

SHARE

মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা ‘ট্রিপল আর’। বক্স অফিসেও বাজিমাত করেছে এটি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অতীতের সকল বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’। প্রথম দিনে তেলেগু বক্স অফিস সিনেমাটির আয় ১২০ কোটি রুপি। এ ছাড়া তামিল বক্স অফিসে ১০ কোটি, হিন্দিতে ২৫ কোটি, কানাড়াতে ১৪ কোটি এবং মালায়ালামে ৪ কোটি রুপি আয় করেছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

ভারতের বাইরেও বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে ‘ট্রিপল আর’। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মোট ৭৫ কোটি রুপি আয় হয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ট্রিপল আর সিনেমার আয় ২৪০ কোটি রুপি।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করেছে ডিভিভি নায়া।