উইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০৪ রানে থামল ইংল্যান্ড

SHARE

গ্রেনাডা টেস্টের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিপজের বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অলআউট হয়েছে ইংল্যান্ড। ক্যারিবীয় বোলারদের সম্মিলিত আক্রমণে মাত্র ২০৪ রানে থেমেছে জো রুটের দল। সাকিব মাহমুদ ও জ্যাক লিচের শেষ উইকেট জুটির কল্যাণেই দুইশ পার করতে সক্ষম হয়েছে ইংলিশরা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলীয় ১১৪ রানের মধ্যে ৯ উইকেট হারিয়েছে দলটি। এরপর দশম উইকেটে ৯০ রানের জুটি গড়েন সাকিব ও লিচ।

এদিন ১১৮ বলে ৪৯ রানে সাকিব আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। অপরপ্রান্তে লিচ অপরাজিত থাকেন ১৪১ বলে ৪১ রান করে। ইংল্যান্ডের প্রথম আট ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ওপেনার অ্যালেক্স লিস।

ব্যক্তিগত ইনিংসে ৩১ রান করে কেমার রোচের বলে ফিরে যান তিনি। এছাড়া আটে নামা ক্রিস ওকসের ব্যাটে ২৫ ও নয়ে নামা ক্রেইগ ওভারটনের ব্যাট থেকে আসে ১৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে তিন উইকেট নেন জেইডেন সিলস। দুটি করে উইকেট নেন রোচ, কাইল মায়ার্স ও আলজারি জোসেফ।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর- ইংল্যান্ড প্রথম ইনিংস- ২০৪/১০ (৮৯.৪ ওভার) (সাকিব ৪৯, লিচ ৪১*; সিলস ৩/৪০)।