ওয়েবসাইটে পাওয়া যাবে ট্রেনের টিকিট

SHARE

আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত কাউন্টার থেকে হাতে লিখে পুরনো পদ্ধতিতে টিকিট বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ের সার্ভিস প্রোভাইডার পরিবর্তনের জন্য ট্রেনের অনলাইন টিকিট বিক্রি বন্ধ রয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত ১২:০০ টা থেকে আবার অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। তবে শুরুতে কোন মোবাইল অ্যাপ থাকবে না।

শুধু ওয়েবসাইট থেকেই টিকিট সংগ্রহ করা যাবে। নতুন ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে হলে প্রথমেই প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে হবে। পুরনো ওয়েবসাইট বা অ্যাপের অ্যাকাউন্টের তথ্য দিয়ে নতুন সাইটে লগ-ইন করা যাবে না।

সংশ্লিষ্টরা বলছেন, সহজ-সিনেসিস-ভিনসেন জেভি যৌথভাবে টিকিটিং সিস্টেম তৈরি করেছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলতি বছর ১৫ ফেব্রুয়ারি সহজ-এর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী সহজ-সিনেসিস-ভিনসেন জেভি প্রাথমিকভাবে চলমান সিসিএসআরটিএস সিস্টেমটি সচল রাখবে এবং আগামী ১৮ মাসের মধ্যে সিসিএসআরটিএস সিস্টেমটি বিআরআইটিএস দ্বারা প্রতিস্থাপিত হবে।