অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মিরাজ

SHARE

বেশ কিছুদিন ধরেই ব্যাটে-বলে ধারাবাহিক পারফরম্যান্স করছেন মেহেদী হাসান মিরাজ। এমন পারফরম্যান্সের সুফল পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিনি ৮ নম্বরে উঠে এসেছেন।

১২ নম্বর অবস্থানে থেকে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৯ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে মিরাজ নিয়েছেন ৬১ রানে ৪ উইকেট।

সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় ৩৮ রানে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে মিরাজ ৩৬ রান করার পর ৫৬ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। ৯৪ রানে বাংলাদেশ ৬ উইকেট হারানোর পর আফিফ হোসেনের সঙ্গে তিনি ৮৬ রানের জুটি গড়ে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছিলেন।

এমন পারফরম্যান্সের ফলেই র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন মিরাজ। এটা তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংও বটে। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে আলো ছড়ালেও বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় ওয়ানডেতে

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলা কুইন্টন ডি কক উঠে এসেছেন তিন নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন কাগিসো রাবাদা।

তিনি দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট দখল করেছেন। পাঁচ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন এই প্রোটিয়া পেসার।