আজও ডেঙ্গুরোগী শূন্য সারাদেশের হাসপাতাল

SHARE

আজও ডেঙ্গুরোগী শূন্য রাজধানীসহ সারাদেশের হাসপাতাল। সর্বশেষ ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গুরোগী ভর্তি হয়নি হাসপাতালে।

মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এমআইএস) ডা. মুহাম্মদ জাহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত দেশে মোট ১৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে তাদের সবাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

ডেঙ্গু আক্রান্ত ১৫৫ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮০ জন ভর্তি হন।

এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন ১০৫ জন।