বিএনপিকে নির্বাচন ভীতি পেয়ে বসেছে: তথ্যমন্ত্রী

SHARE

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‌‌‌‘বিএনপিকে এখন নির্বাচন ভীতিতে পেয়ে বসেছে। তাই নির্বাচনে না যাওয়ার জন্য নানা অজুহাত তারা খুঁজছে। আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তারা জানে নির্বাচনে আসলে জনগণ তাদের ভোট দিবেনা। সেজন্য এখন নির্বাচন কমিশনের গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, যেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বিএনপি কোনো ইস্যু না পেয়ে নির্বাচন কমিশনকে ইস্যু হিসেবে পেয়েছে। তাদের এসব কথায় দেশের জনগণ কান দিবেনা। কারন ১৪ সালের নির্বাচনের আগে তারা দেশে যে জ্বালাও পোড়াও এর রাজনীতি করেছে তা দেশের জনগণ ভুলে যায়নি। তারা যেভাবে গাড়িতে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এজন্য তাদের বিশেষ ট্র্যাইব্যুনালে বিচার হওয়া প্রয়োজন।