চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

SHARE

চীনে ১৩৩ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি।

আজ সোমবার (২১ মার্চ) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি গুয়াংজি অঞ্চলের উঝো শহরের কাছে একটি পার্বত্য গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। এ সময় সেখানে আগুন ধরে যায়।

সিসিটিভি জানিয়েছে, এরইমধ্যে একাধিক উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা কবলিত বিমানটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বলে জানা গেছে।

ফ্লাইটরাডার ২৪-এর ডাটা অনুযায়ী, চীনের কুনমিং থেকে গুয়াংজুগামী ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টা ১১ মিনিটে উড্ডয়ন করেছিল।

চীনের এয়ারলাইন শিল্পের নিরাপত্তা ব্যবস্থাকে খুব উন্নত মানের হিসেবে বিবেচনা করা হয়। গত এক দশক ধরে এক্ষেত্রে দেশটিকে বিশ্বের সেরাদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়।

এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, চীনে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০১০ সালে। ইচুন বিমানবন্দরের কাছে ওই দুর্ঘটনায় প্লেনটিতে থাকা ৯৬ জনের মধ্যে ৪৪ জন নিহত হন।

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো জানিয়েছে, প্লেনটি এক ঘণ্টার বেশি সময় ধরে আকাশে ছিল। পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়।