২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়নি নতুন ডেঙ্গুরোগী

SHARE

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালগুলোতে নতুন কোনো রোগী ভর্তি হয়নি। ফলে বর্তমানে সারাদেশে তিনজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনজনই ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শুক্রবার (১৮ মার্চ) সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৫৫ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন এবং মার্চে এখন পর্যন্ত ৯ জন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালে ভর্তি ১৫৫ জনের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩০ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৫ জন ভর্তি হন। রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮০ জন। ১৫৫ জনের মধ্যে এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫২ জন।

গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।