দক্ষিণ আফ্রিকা গেলেন বাকি ক্রিকেটাররাও

SHARE

আগের দিন সাউথ আফ্রিকা গিয়েছে ওয়ানডে স্কোয়াডের সদস্যরা। আজ টেস্ট দল রওনা দিল প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে শনিবার সকালে দেশ ছেড়েছেন মুমিনুলসহ টেস্ট দলের সদস্যরা। এই বহরের সঙ্গে যাচ্ছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও। সেখানে টাইগারদের কোনো সাফল্য না থাকায় এই সিরিজে ঘুরে দাড়াঁতে মরিয়া টিম টাইগার। দলের সাফল্যে আশাবাদী ব্যাটিং কোচ জেমি সিডন্স ও টাইগার পেসার আবু জায়েদ রাহী।

আগের দিন সাউথ আফ্রিকা গিয়েছে ওয়ানডে স্কোয়াডের সদস্যরা। আজ টেস্ট দল রওনা দিল প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলতে। মুমিনুল, রাহীরা প্রত্যয়ী জয়ের ব্যাপারে।

সাড়ে চার বছর পর সাউথ আফ্রিকা সফরে বাংলাদেশ দল। শেষ দফায় দেশ ছাড়েছেন মুমিনুল, সাদমান, রাহি, খালেদ সহ ৯ ক্রিকেটার। টেস্ট দলের সদস্যের সাথে বিমান ধরেন টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।

শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনোই টেস্ট জেতেনি বাংলাদেশ। প্রোটিয়া ডেরায় প্রতিদ্বন্দ্বিতা গড়া তো আরো কঠিন।

সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা-পোশাকে বাংলাদেশ দলের নেয় কোনো সুখস্মৃতি। ১২ দেখায় ৮টি তেই ইনিংস পরাজয় যার মধ্যে প্রোটিয়াদের মাঠে ৬ দেখায় ৫ টি তেই লজ্জার হারবরণ করতে হয়েছে টাইগারদের।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে, এই সফরে ভিন্ন কিছুর আশা দেখছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। সেখানে গ্যারি কার্স্টেন একাডেমিতে টাইগারদের ক্যাম্প কাজে আসবে বলেও মনে করেন তিনি।

বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, কন্ডিশন আমাদের জন্য চ্যালেঞ্জিং। তবে ছেলেরা খেলার মধ্যেই আছে। সেখানেও আমরা কন্ডিশন ক্যাম্প করবো। নিউজিল্যান্ডের মাটিতে আমরা ম্যাচ জিতেছি। সেই আত্মবিশ্বাস কাজে আসবে।

সিডন্সের সুরে তাল মেলান আবু জায়েদ রাহিও। সাউথ আফ্রিকার কন্ডিশনে পেইসারদের জন্য বাড়তি সুবিধা থাকবে মত তার।

এর আগে, টাইগারদের প্রথম বহর গেছে গতকাল শুক্রবার সকালে। এতে শান্ত, এবাদাত, ইয়াসির, নাসুমের সাথে গেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন ও ট্রেইনার নিক লি।

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৮ মার্চ। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।

৩০ মার্চ শুরু হবে সিরিজে প্রথম টেস্ট। টেস্ট দলের গ্যারি কারস্টেনের একাডেমিতে ১০ দিনের বিশেষ অনুশীলন করার কথা রয়েছে। ৭ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।

টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।