চট্টগ্রামে নতুন ১২ জনের করোন শনাক্ত

SHARE

চট্টগ্রামে করোনা ভইরাসের সংক্রমণ নিয়ে শনাক্ত ও নমুনার বিপরীতে সংক্রমণ হার আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। গেল ২৪ ঘন্টায় জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১৩ জন।

নতুন আক্রান্তদের সিংহভাগই চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা। নতুন শনাক্তদের মধ্যে ১১ জন নগরীর এবং ১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ ২৬ হাজার ৫শ ৪৪ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৯২ হাজার ৩৩ জন আর জেলার বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ৫শ ১১ জনের করোনা শনাক্ত হয়।

এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগর ও উপজেলা পর্যায়ে কোথাও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৬২ জন। এর মধ্যে ৭শ ৩৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ২৮ জন।

রবিবার (০৬ মার্চ) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে এক হাজার ৪শ ০১ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। গত ২৪ ঘন্টায় শতকরা পজেটিভ হার শূণ্য দশমিক ৮৫ শতাংশ। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৮৯ শতাংশ।