শুক্রবার শপথ নেবেন জায়েদ খান

SHARE

গত কয়েক দিন থেকেই উত্তাল এফডিসি। সম্পাদকের পদটির জন্য উচ্চ আদালত পর্যন্ত যান দুই প্রতিদ্বন্দ্বী জায়েদ খান ও নিপুণ আক্তার। কয়েক দফা শুনানির পর বুধবার (২ মার্চ) হাইকোর্ট রায় দেন জায়েদ খানের পক্ষে।

হাইকোর্টের রায় পেয়ে বুধবার (২ মার্চ) ২৪ দিন পর এফডিসিতে যান জায়েদ খান। গিয়ে সংবাদ সম্মেলন করেন ‘নগর মাস্তান’খ্যাত এই অভিনেতা।

বুধবার জায়েদ খানের সঙ্গে তার প্যানেলের কয়েকজন থাকলেও উপস্থিত হতে পারেননি সহসভাপতি পদে জয়ী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে আজ এফডিসিতে এসে সমিতির কার্যালয়ে বসেন তিনি। কাদা ছোড়াছুড়ির বিষয়ে কঠিন হুঁশিয়ারি দেন ‘ভয়ংকর বিষু’খ্যাত ডিপজল।

সেই সঙ্গে ডিপজল বলেন, জায়েদসহ বাকি বিজয়ী প্রার্থীরা আগামীকাল অর্থাৎ শুক্রবার (৪ মার্চ) শপথগ্রহণ করবেন এফডিসিতে। তাদের শপথগ্রহণ করাবেন সভাপতি ইলিয়াস কাঞ্চন।

শুধু তাই নয়, আদালতের রায় মেনে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে বরণ করে নিতে আহ্বান জানান এই অভিনেতা।