ইউক্রেনে ১৩ শিশুসহ ১৩৬ জন নিহত : জাতিসংঘ

SHARE

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে অন্তত ১৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের মধ্যে ১৩টি শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইউক্রেনে রুশ হামলায় মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র লিজ থ্রোসেল।

থ্রোসেল জানান, কামানের ভারী গোলাবর্ষণ, বিমান হামলা এবং অন্যান্য ব্যাপক শক্তিশালী বিস্ফোরকের কারণে বেশির ভাগ হতাহতের ঘটনা ঘটেছে।

জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৪০০ জন আহত হয়েছে।

তবে ইউক্রেন সরকারের প্রকাশিত পরিসংখ্যান বলছে, যুদ্ধে ৩৫২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে এবং এক হাজার ৩৫২ জন আহত হয়েছে।
খবর বিবিসি