গণভোট হলে সব সঙ্কটের সমাধান হবে : রফিক-উল হক

SHARE

rafiq7মধ্যবর্তী নির্বাচন হবে কি না সে বিষয়ে জনমত যাচাই করতে গণভোটের দাবি জানিয়েছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক পেশাজীবী সমাবেশে তিনি এ দাবি জানান। বিএনপিপন্থী বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এর আয়োজন করে।

রফিক-উল হক বলেন, যেহেতু ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে কথা উঠেছে। একপক্ষ দ্রুত নির্বাচনের দাবি করেছেন আবার সরকারের চেলারা বলছে ২০১৯ সালের আগে নির্বাচন নয়।

তাই নির্বাচন হবে কি না সে বিষয়ে জনমত যাচাই করতে রেফারেন্ডামের (গণভোট) আয়োজন করা হোক। এর মাধ্যমে সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা.এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

অন্যদের মধ্যে ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা.আজিজুল ইসলাম ও সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।