১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না: তোফায়েল

SHARE

tofayelবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী ২০১৯ সালেই নির্বাচন হবে। এর আগে দেশে কোনো নির্বাচন হবে না।’’

শনিবার সকালে ধানমন্ডিতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘পৃথিবীর কোথাও জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হয়নি, বাংলাদেশেও হবে না। জঙ্গিবাদী কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়া মানুষ হত্যা করছেন, জ্বালাও-পোড়াও করছেন। এভাবে ক্ষমতায় যাওয়া যায় না।’’

সকালে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তোফায়েল ছাড়াও সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

এর আগে বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়সহ সারাদেশসহ দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ ছাড়া ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।