তামিমের চার হাজার বিজয় হাসপাতালে

SHARE

tamimস্কটল্যান্ডের দেয়া ৩১৯ রান তাড়া করতে গিয়ে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই জস ডাভির বলে ওপেনার সৌম্যর ফিরে যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুটি চার মেরে ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে চার হাজার পূর্ণ করেছেন তামিম ইকবাল। সর্বশেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজ থেকেই যার অপেক্ষায় ছিলেন তিনি। বিশ্বকাপে এসেও রান খরার কারণে হয়নি মাইলফলক অর্জন। তামিমকে দর্শক বানিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে চার হাজার রান অতিক্রম করেছিলেন সাকিব।

এদিকে ফিল্ডিংয়ের সময় কাঁধে ব্যথা পাওয়া এনামুল হক বিজয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে ব্যথা পান বিজয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন, বিজয়ের আজ ব্যাটিং করার সম্ভাবনা কম। বিজয়ের বদলে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছিলেন সৌম্য সরকার। যদিও তার সেই অভিজ্ঞতা সুখকর হয়নি।