সেরা হতে বিশ্বকাপ দরকার নেই: মেসি

SHARE

image_80969_0লিও মেসি মনে করেন, সর্বকালের সেরা ফুটবলার হওয়ার জন্য বিশ্বকাপ জেতার নেই৷ তার সাফ কথা, ‘বিশ্বকাপ জেতা একটা বড় ব্যাপার৷ দারুণ স্পেশাল৷ আমিও স্বপ্ন দেখি, রিওতে ফাইনাল খেলছি৷ আশা করি, ফাইনালের পরে কাপ স্পর্শ করতে পারব৷ কিন্ত্ত কাপ না জিতলে সর্বকালের সেরা হওয়া যায় না, বিশ্বাস করি না৷ আমার মনে হয়, বিশ্বকাপ না জেতা অনেক ফুটবলার সর্বকালের সেরার মধ্যে রয়েছে৷’

মেসি নিজে মনে করছেন, তার বার্সেলোনা আগের থেকে ভালো জায়গায় রয়েছে৷ ‘আমাদের উপরই নির্ভর করছে, আমরা চ্যাম্পিয়ন হব কিনা৷ আমাদের ওই সুযোগটা কাজে লাগাতে হবে৷’

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় লা লিগা কি অনেক গুরুত্বপূর্ণ এখন? বার্সেলোনার এক নম্বর তারকার সোজা কথা, ‘লা লিগার খেতাব আমাদের কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ৷’

তিনি ফুটবল নিয়ে আবেগ হারিয়েছেন, কাম্প নৌ ছেড়ে অন্য ক্লাবে নাম লেখাতে চান, এমন মন্তব্য উড়িয়ে দেন মেসি৷ আপনার বাবাকে নাকি বার্সেলোনা বাড়তি দশ শতাংশ অর্থ দিতে চায় আপনি ছেড়ে যেতে পারেন শুনে? ক্লাব ছাড়ার প্রশ্নই নেই জানিয়ে মেসি বলেন, ‘আপনার সম্পর্কে নানা ভয়ঙ্কর সব খবর বেরিয়েছে এ বার৷ অধিকাংশ খবরই মিথ্যে৷ আমি ঠিকই আছি৷’