মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের

SHARE

মিয়ানমারের জান্তার প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ছয় মিত্রদেশ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দেশটিতে সহিংসতার আশঙ্কা থেকে এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ এ বিবৃতিতে সই করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, নরওয়ে ও দক্ষিণ কোরিয়া।

বিবৃতিতে মিয়ানমারের সেনাবাহিনীকে সব ধরনের সামরিক সহযোগিতা ও অস্ত্র বিক্রি বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া দেশটিতে কারিগরি সহায়তা বন্ধেরও আহ্বান জানানো হয়। এছাড়া মিয়ানমারে চীন রাজ্যে নির্যাতন ও সহিংসতার ঘটনায় নিরাপত্তাবাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রতিবেদনে উদ্বেগ জানিয়েছে এই সাতদেশ।

গত অক্টোবর মাসে ওয়াশিংটনের পক্ষ থকে চিন রাজ্যে জান্তা বাহিনীর ঘৃণ্য আক্রমণের নিন্দা জানানো হয়। এরপর সেখানে একশো ঘরবাড়ি ধ্বংস ও গির্জা পুড়িয়ে দেওয়ার ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উঠে আসে। গত ১লা ফেব্রুয়ারি সু চির সরকারকে সরিয়ে জান্তা ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

১ ফেব্রুয়ারি থেকে জান্তাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত মিয়ানমারে ১ হাজার তিনশ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই সময়ে গ্রেপ্তার হয়েছেন দশ হাজারের বেশি নাগরিক। অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) নামের একটি সংস্থা এ তথ্য জানায়।