আর্জেন্টিনার হয়ে আরেকটি ফাইনাল খেলতে চাই : মেসি

SHARE

২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা- টানা তিন বছর তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছিল আর্জেন্টিনা ফুটবল দলকে। তবে ২০২১ সাল হতাশ করেনি লিওনেল মেসিদের।

কোপা আমেরিকা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে আরও একটি মারাকানা ট্র্যাজেডি উপহার দিয়ে শিরোপা নিয়েই ঘরে ফিরেছে আলবিসেলেস্তেরা। এখন তাদের চোখ ২০২২ সালের কাতার বিশ্বকাপের দিকে। এরই মধ্যে বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জাতীয় দলের হয়ে শিরোপা খরা কাটানোর পর এবার আরও একটি ফাইনাল খেলার স্বপ্ন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির। সেই ফাইনালে প্রতিপক্ষ যে-ই হোক না কেনো, নিজ দলকে নিয়ে আরেকটি ফাইনাল খেলে লক্ষ্য অর্জন করতে চান মেসি।

মঙ্গলবার স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় প্রকাশিত সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘নিঃসন্দেহে (বিশ্বকাপ ফাইনাল) হতে পারে স্পেন বা যে কোনো দলের বিপক্ষেই। আমি আরেকটি ফাইনালে খেলতে চাই এবং আরেকটি লক্ষ্য অর্জন করতে চাই। সেই উদ্দীপনা ও স্বপ্নটা সবসময়ই আছে।’

এ সময় স্বাভাবিকভাবেই চলে আসে কোপা আমেরিকার প্রসঙ্গ। এ সুখস্মৃতির বিষয়ে মেসির ভাষ্য, ‘জাতীয় দলের হয়ে শিরোপা জয় অসাধারণ ও অবিশ্বাস্য কিছু। কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আমি একটি লক্ষ্য পূরণ করতে পেরেছি যার জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’

তিনি যোগ করেন, ‘আমি এর আগেও বেশ কয়েকবার খুব কাছাকাছি গিয়েও শিরোপাটি জিততে পারিনি। এবার আমরা দুর্দান্তভাবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছি। এখন আমরা আরও এগিয়ে যেতে চাই।’