আবার শীর্ষে বিল গেটস

SHARE

bilgetsবিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবেরদের তালিকায় এক নম্বর স্থানটি ধরে রেখেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

প্রভাবশালী বাণিজ্য সাময়িকী ফোর্বস-এর বার্ষিক র্যাঙ্কিংয়ে এ বছরও সেরা ধনী নির্বাচিত হন তিনি। এ নিয়ে ১৬ বার তিনি সেরা ধনীর খেতাব পেলেন। এক বছরে তার সম্পদ ৩০০ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯০০ কোটি (৭৯ বিলিয়ন) ডলারে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় নম্বরে আছেন যথাক্রমে কার্লোস স্লিম হেলু ও ওয়ারেন বাফেট। বিশ্বে বর্তমানে শত কোটিপতি ব্যক্তির সংখ্যা ১ হাজার ৮২৬ জন

এই প্রথম শীর্ষ ২০-এ ঢুকে পড়েছেন ফেসবুক কর্তা জুকারবার্গ ও আমেরিকার কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জনসন।