সংলাপ হবে না: খাদ্যমন্ত্রী

SHARE

kamrul29খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিদেশিদের কথায় সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ বা সমঝোতা হবে না।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তবে মানুষ পোড়ানো বন্ধ হলে আলোচনা হতে পারে বলেও মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী।
কামরুল ইসলাম বলেন, ‘হরতাল অবরোধের নামে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। যারা সুশীল সাজার চেষ্টা করছেন তারা নিরপেক্ষ নয়, নিরপেক্ষতার ভান করছেন। আড়ালে থেকে তারা সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদকে উসকানি দিচ্ছেন।’
খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘মান্না আর খোকার ষড়যন্ত্র বেরিয়ে এসেছে। অনেক ষড়যন্ত্রকারী এখন চুপ করে আছে। আরো অনেকের কথোপকথন বের হবে। তারপর স্পষ্ট হয়ে যাবে কীভাবে তারা ষড়যন্ত্র করছে।’
বিরোধী পক্ষের উদ্দেশে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচিতে ফিরে এলে আপনাদের আমরা বাধা দেয়া হবে না। কিন্তু আগুন নিয়ে খেললে নিজেরাই আগুনে পুড়বেন।’
সংলাপ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, ‘বিদেশি বন্ধুরা যতই বলুক না কেন সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা কিছুই হবে না।’
হরতাল-অবরোধের প্রতিবাদে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট’ এই সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি মনিরুল হক সমাবেশে সভাপতিত্ব করেন।