বিদেশীরা যতই বলুক সংলাপ হবে না: কামরুল

SHARE

kamrul29চলমান রাজনৈতিক সংকট নিরসণে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “বিদেশী বন্ধুরা যতই বলুক কোনো সংলাপ হবে না। কেবল মানুষ পোড়ানো বন্ধ হলেই সংলাপ হতে পারে।”

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের এক মানববন্ধনে তিনি একথা বলেন।
কামরুল ইসলাম বলেন, “মান্না আর খোকার ষড়যন্ত্র বেরিয়ে এসেছে। অনেক ষড়যন্ত্রকারী এখন চুপ করে আছে। আরো অনেকের কথোপকথন বের হবে। তারপর এটা স্পষ্ট হয়ে যাবে যে, কীভাবে তারা ষড়যন্ত্র করছে।”

সুশীল সমাজের সমালোচনা করে খ্যাদ্যমন্ত্রী বলেন, “যারা সুশীল সাজার চেষ্টা করছেন তারা নিরপেক্ষ নয়, নিরপেক্ষতার ভান করছেন। আড়ালে থেকে তারা সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদকে উসকানি দিচ্ছেন।”

বিএনপি গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচিতে ফিরে আসলে সরকার বাধা দিবে না এমনটা জানিয়ে তিনি বলেন, “কিন্তু আগুন নিয়ে খেললে নিজেরাই আগুনে পুড়বেন।”

আয়োজক সংগঠনের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাজমুল হাসান পাখী, সালাউদ্দীন, হাফিজ মাহবুবুর রহমান প্রমুখ।